লাবণী হলে সিনেমার সঙ্গে চালানো হচ্ছিল কাটপিস
সাতক্ষীরার নিউ মার্কেট মোড়ে লাবণী সিনেমা হলের বাইরে লাগানো হয়েছে অশ্লীল পোস্টার। ভেতরে বড় পর্দায় সিনেমার সঙ্গে সঙ্গে চালানো হচ্ছে কাটপিস ও নগ্ন দৃশ্যের গান। এমন অভিযোগে শুক্রবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আরিফ আদনান অশ্লীল গান প্রদর্শনী বন্ধের নির্দেশ দেন এবং হল কর্তপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে বৃহস্পতিবার জাগো নিউজে লাবণী সিনেমা হলে অশ্লীল ছবি প্রদর্শনী নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

প্রশাসনের কাছে অশ্লীল সিনেমা বন্ধের দাবি জানিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী শাহিদুর রহমান বলেছিলেন, প্রকাশ্যে এমন অশ্লীলতার কারণেই রাস্তাঘাটে মেয়েরা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে এসব সিনেমা দেখছে। সমাজে এর বিরুপ প্রভাব পড়ছে।
আরেক কলেজছাত্র বলেন, লাবণী হলে ‘ওরা সোলজার’ ও ‘আইনের হাতে গ্রেফতার’ নামে দুটি সিনেমার যে পোস্টার লাগানো হয়েছে তা নগ্নতাই পূর্ণ।
লাবণী সিনেমা হলের গেটম্যান আব্দুর রহিম বলেন, অশ্লীল পোস্টার লাগনো ও সিনেমার মাঝে মধ্যে কিছু কাটপিস গান চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। অশ্লীল গান চালানো বন্ধ করে দেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস