ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন জুতোর জন্য আত্মহত্যা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

স্কুলে যাওয়ার জন্য নতুন জুতো না কিনে দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। শনিবার সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবির (১২) উপজেলার তাজপুর গ্রামের সরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আবিরের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে আবির তার বড় ভাই মো. সাব্বিরের কাছে নতুন জুতো এনে দেয়ার জন্য বায়না ধরে। জুতো না দিলে সে স্কুলে যাবে না বলেও জানায়। কিন্তু বড় ভাই তাকে পরে জুতো এনে দেবেন বলে জানালে সে অভিমানে জমিতে দেয়ার জন্য ঘরে থাকা বিষ পান করে। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের সদস্যরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ত্রিলোক চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

আরও পড়ুন