ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি হওয়ার আশায় পদত্যাগ করলেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস সহকারী সোহেল রানা। এরপর থেকে উপজেলা পরিষদের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তালুকদার ঠান্ডু।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়ে দেন। এরপর মনোনয়ন লাভের আশায় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নতুন করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।

টাঙ্গাইল-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে মশিউজ্জামান রোমেল ও মুক্তিযুদ্ধের সংগঠক নুরুন্নবীসহ ১৩ জন। এরই মধ্যে তালুকদার ঠান্ডু পদত্যাগ করেন। এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

আরও পড়ুন