বাগেরহাটে মনোনয়ন পেলেন বঙ্গবন্ধু পরিবারের বাবা-ছেলে
বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য বাবা ও ছেলে পাশাপাশি দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বাগেরহাট-২ (সদর) আসনের এমপি মীর শওকাত আলী বাদশা।
এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে বঙ্গবন্ধু পরিবারের সদস্য বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনের মনোনয়নপ্রাপ্ত শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে।
বাগেরহাটের ৪টি আসনের মধ্যে মনোনয়নপ্রাপ্তরা অন্যরা হলেন, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহান তালুকদার ও বাগেরহাট-৪ আসনে ডা. মোজ্জাম্মেল হোসেন।
এরমধ্যে বাগেরহাট- ১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনের প্রার্থী এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট- ২ ( বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের লড়বেন।
শওকত বাবু/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ