ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে মনোনয়ন জমা দিলেন কিবরিয়াপুত্র রেজা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ নভেম্বর ২০১৮

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ দলীয় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। গণফোরামের প্রার্থী হিসেবে তিনি বুধবার মনোনয়নপত্র জমা দেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাছানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

তার মনোনয়নপত্র জমা দেয়ার ফলে জেলাবাসীর দৃষ্টি পড়েছে এখন এ আসনটির দিকেই। এখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ দলীয় বর্তমান সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এছাড়া এ আসনের জাপার বর্তমান এমপি এমএ মুনিম চৌধুরী বাবু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

habigobnj

অপরদিকে জাপার প্রার্থী হিসেবে এ আসনে মো. আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহ নেওয়াজ মিলাদ গাজী।

বিএনপি দলীয় প্রার্থী হিসেবে শেখ সুজাত মিয়া এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ড. রেজা কিবরিয়াই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

নিজের বাবার দলে যোগ না দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, বাবার মতো আমিও দলের চেয়ে দেশের স্বার্থে কাজ করতে চাই। এ জন্য ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

আরও পড়ুন