ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেবর-ভাবিকে গ্রেফতার করলো পুলিশ

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০১:০০ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই গ্রামের খলিল মিয়ার স্ত্রী শারমিন সুলতানা (৩৩) ও উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০)।

পুলিশ জানায়, আনোয়ার হোসেন পোষ্টকামুরী গ্রামে ফুফুর বাড়িতে থেকে ফুফাতো ভাই খলিলের স্ত্রী শারমিন সুলতানার সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হকের নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বসত ঘর থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে দেবর-ভাবিকে গ্রেফতার করে পুলিশ।

মির্জাপুর থানার ইনচার্জ একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এরশাদ/এফএ/এমএস

আরও পড়ুন