ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে অপু-শামীম-নাহিমের মনোনয়ন বৈধ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনে সাবেক পানিসম্পদমন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী আবু তাহের তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

এর আগে শরীয়তপুর-১, ২ ও ৩ আসনে ইকবাল হোসেন অপু, এ কে এম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাককে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। তিনজনই মনোনয়নপত্র দাখিল করেন।

মো. ছগির হোসেন/এসআর/পিআর

আরও পড়ুন