ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ১৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার বগুড়ার ৭টি আসনে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এসব আসনে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৪ জন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন, বগুড়া-১ আসনে মো. শোকরানা (বিএনপি), হাসান আকবর আফজাল (জাসদ) ও গোলাম মোস্তফা বাবু (জাতীয় পার্টি)। বগুড়া-২ আসনে মাওলানা মো. শাহাদাতুজ্জামান (স্বতন্ত্র প্রার্থী জামায়াত)। বগুড়া-৩ আসনে আব্দুল মোমিন তালুকদার (বিএনপি) ও নজরুল ইসলাম (জাসদ)। বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা (বিএনপি), আনিছুর রহমান (বিএনপি), সাইফুল ইসলাম (বিএনপি) ও হাজী নুরুল ইসলাম বাচ্চু (জাতীয় পার্টি)।

বগুড়া-৫ আসনে জানে আলম খোকা (বিএনপি), রাসেল মাহমুদ (জাসদ) ও মাহবুব আলী (বিকল্প ধারা)। বগুড়া-৬ আসনে ইমদাদুল হক ইমদাদ (জাসদ) ও রেজাউল করিম বাদশা (বিএনপি)।

বগুড়া-৭ আসনে রিয়াজুল ইসলাম (জাসদ) ও আমিনুল ইসলাম সরকার পিন্টু (জাতীয় পার্টি)। বর্তমানে বগুড়ার ৭টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৪ জন।

লিমন বাসার/এমএএস/জেআইএম

আরও পড়ুন