ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের শীষের প্রার্থীর কার্যালয় ভাঙচুর

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এতে ধানের শীষের এই প্রার্থীর কর্মীসভা পণ্ড হয়ে যায়।

মঙ্গলবার বিকেলে লোহাগড়া বাজারের শীতলা মার্কেটের দোতলায় অবস্থিত ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী কার্যালয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে। কার্যালয় ভাঙচুরের পর নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান ফরিদুজ্জামান ফরহাদ।

ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুলের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।

এ সময় কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশন, জানালা-দরজা ভাঙচুর করে আমাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে তারা। বিষয়টি জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং লোহাগড়া থানার ওসিকে জানিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, আকরামুজ্জামান মিলু, বিএনপি নেতা টিপু সুলতান, কাজি সুলতানুজ্জামান সেলিম ও যুবদল নেতা মাহমুদ প্রমুখ।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ওসি প্রবীর কুমার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন বিএনপি প্রার্থী। লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাফিজুল নিলু/এএম/পিআর