ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮

চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার বিকেল পাঁচটা ১০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি এলাকার একটি রেলওয়ে সেতুর স্লিপার বদল করার জন্য দুপুর একটা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আগের নিউজটি পড়ুন : ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

দুই ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও বিকেল পাঁচটা ১০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে বলেও জানান ওসি শ্যামল কান্তি দাস।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

আরও পড়ুন