র্যাবের ফাঁদে ধরা রুবেল, অপহৃত নারী উদ্ধার
রাজশাহীর দুর্গাপুর থেকে অপহৃত এক নারীকে ১৫ দিন পর গাজীপুরের মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকার জালাল উদ্দিনের ছেলে রুবেল হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া অপহৃত নারী রওশন আরা (৩৭) রাজশাহীর দুর্গাপুরের সোহরাব আলীর স্ত্রী।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৭ নভেম্বর সকালে রাজশাহীর দুর্গাপুর এলাকা থেকে অপহৃত হন রওশন আরা। তার খোঁজ না পেয়ে পরদিন স্বামী সোহরাব আলী দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন রুবেল মোবাইল ফোনে রওশন আরার ছোট ভাই মো. মুরাদ হোসেনের (২৫) কাছে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় তার বোনকে হত্যা করবে বলে জানান। জিডির সূত্র ধরে র্যাবও ঘটনার তদন্ত শুরু করে। বুধবার ফাঁদ পেতে টাকা দেয়ার কথা বলে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের মৌচাক এলাকার একটি বিকাশের দোকান থেকে রুবেলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌচাক উকিল টাওয়ারে ৫ম তলার একটি কক্ষ থেকে রওশন আরাকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রুবেল হোসেন গার্মেন্টসে চাকরি করে। তার বোনের বাড়ি রওশন আরার বাড়ির পাশে হওয়ার সুবাধে প্রায়ই সে যাতায়াত করতো। পূর্ব পরিচয়ের সূত্রে সে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম