ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আটক
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মীর জুলফিকার শামীমকে আটক করেছে পুলিশ। সখীপুরের নাশকতা মামলায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ও সখীপুর উপজেলায় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি।
গত বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয় এ তথ্যটি নিশ্চিত করেছেনে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন। ওসি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে শামীমের বিরুদ্ধে একটি নাশকতা মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে বুধবার রাতে থানার সামনে থেকে আটক করে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে স্থানীয় নেতাকর্মীরা জানান, গত সেপ্টেম্বর মাসে সখীপুর থানায় বিএনপির ১৬ জন নেতাকর্মীসহ উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা হয়। সেই সময় ওই মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আরিফ উর রহমান টগর/এমএএস/এমকেএইচ