ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ার মানুষকে বিজয়ী করার আহ্বান আ.লীগের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

বগুড়া সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শনিবার দুপুরে বগুড়া জিলা স্কুলমাঠে বগুড়া সদর উপজেলা ও পৌর কমিটির বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে লাঙ্গল মার্কার বিজয়ের লক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের মহাজোট প্রার্থী ও বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, সদর উপজেলা আ.লীগ সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।

jagonews

৫ সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে সভায় আলহাজ মমতাজ উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মহাজোটকে বিজয়ী করার বিকল্প নাই। মহাজোটের প্রার্থী মানেই জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, তাই বগুড়া সদর আসনে লাঙ্গল মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। অন্য জেলার প্রার্থীকে প্রত্যাখান করে বগুড়ার উন্নয়নে বগুড়ার মানুষকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান।

লিমন বাসার/এমএএস/আরআইপি