ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে নৌকায় ঐক্যবদ্ধ আ.লীগ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলমান বিভেদ ভুলে ‘নৌকায়’ ঐক্যবদ্ধ হয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপ। রোববার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে বিজয় র্যালিতে যোগ দেয় খাগড়াছড়িতে আওয়ামী লীগের রাজনীতিতে কুজেন্দ্র বিরোধী বলয় হিসেবে পরিচিত খাগড়াছড়ি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক (সাময়িক বহিষ্কৃত) মো.জাহেদুল আলম এবং তাদের সমর্থকরা।

মো. জাহেদুল আলম ছাড়াও তার দুই সহোদর খাগড়াছড়ি পৌরসভা মেয়র মে. রফিকুল আলম এবং খাগড়াছড়ি জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা বিজয় র্যালিতে যোগ দেয়। এসময় ঐক্যবদ্ধ আ.লীগের বিজয় র্যালিটি নৌকা প্রতীকের স্লোগানে মুখর হয়ে উঠে। মিছিলটি খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন মো. জাহেদুল আলম। এসময় দলের নেতা-কর্মীরা কুজেন্দ্র লাল ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

khagrasori

দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতিতে হাতে হাত রেখে দীর্ঘদিনের বিভেদ-কোন্দল ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা ও মো. জাহেদুল আলম। এসময় তারা ৩০ ডিসেম্বর মাটি ও মানুষের প্রতীক নৌকাকে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

দীর্ঘ দিন পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে আ.লীগের বিবদমান দুই পক্ষের ঐক্যবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে দলটির কর্মী-সমর্থকরা। এতে ভোটের রাজনীতিতে খাগড়াছড়ি আসনে নৌকার বিজয় সু-নিশ্চিত হবে বলে মনে করছেন দলটির নেতারা।

প্রসঙ্গত, গেল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আ.লীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সঙ্গে তৎকালীন সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) মো. জাহেদুল আলমের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই থেকে দুইপক্ষের মধ্যে অন্তত শতাধিক হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়। অনেক জল গড়িয়ে সব শেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিভেদ ভুলে কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে ঐক্যবদ্ধ হলো খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/এমএস