বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২) ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কবির।
আহতরা হলেন- ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২), বগা গ্রামের রিনা বেগম (৪০), তার স্বামী মনির হোসেন, রতনবরিষ গ্রামের রহিমা বেগম (৪২) ও তার স্বামী জয়নাল আবেদিন।
স্থানীয়দের বরাত দিয়ে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহন ও মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্র উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে শ্যামল ও কবির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেলো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ