ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ওবায়দুল কাদেরকে জাপার সমর্থন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরকে সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলন করে তিনি এ সমর্থনের কথা জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের হাতে একটি নৌকা তুলে দিয়ে সাইফুল ইসলাম স্বপন আনুষ্ঠানিকভাবে ওবায়দুল কাদেরের প্রতি সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, দলীয় মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সিদ্ধান্ত মোতাবেক মহাজোটের স্বার্থে ও নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে আমরা দলীয়ভাবে কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলা জাতীয় পার্টি ওবায়দুল কাদের তথা নৌকা প্রতীককে সমর্থন জানালাম।

এ সময় তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে কাজ করতে এবং ভোট দিয়ে বিজয়ী করতে অনুরোধ করেন।

উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, জাতীয় পার্টির সমর্থনের মধ্য দিয়ে নৌকার বিজয়ের পথ আরও একধাপ এগিয়ে গেল।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খাজা তানজীর আহমেদ রুবেল, কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুন্সি আব্দুল লতিফ, পৌরসভা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক হেকিম শহীদ উল্যাহ, বর্তমান সম্পাদক জামিলুর রহমান মাছুম, সাংগঠনিক সম্পাদক নূরউদ্দিন রুবেল, যুব সংহতির সম্পাদক আরিফুর রহমান মিস্টার, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুবেলসহ উপজেলা জাতীয় পার্টির সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

আরও পড়ুন