টাঙ্গাইলে পৌরভবনে আগুন
টাঙ্গাইল পৌরসভার ইপিআই (এক্সপেনডেড প্রোগ্রাম অন ইমোনাইজেশন) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ আগুন লাগে।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই ওই কক্ষে থাকা নারী ও শিশুদের টিকাদানের বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়।
টাঙ্গাইল পৌরসভার বিদ্যুৎ প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিদিন মতো ভোরে তিনি হাঁটতে বের হন। এ সময় পৌরসভার কাছে এলে কর্মরত গাড়িচালক বাহাদুর তাকে ওই কক্ষে আগুন লাগার বিষয়টি জানান। পরে তিনিই ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, কক্ষে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই কক্ষে থাকা নারী ও শিশুদের টিকাদানের বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী আটকা, ৪ ঘণ্টা পর রওনা
- ২ সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেলো ১২ দোকান, কোটি টাকার ক্ষতি
- ৩ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ৪ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ