ইউএনও অফিসের সামনে বসে পড়লেন বিএনপির প্রার্থী
নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল তার সমর্থকদের নিয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বসে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
পরে হামলাকারীদের বিচারের আওতায় আনা ও নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর আশ্বাস পেয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি কর্মসূচি প্রত্যাহার করেন।
বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুপুরে আমার নির্বাচনী প্রচারণার মিছিল কলমাকান্দা উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে যেতেই স্থানীয় কিছু উশৃঙ্খল যুবক লাঠিসোটা নিয়ে আকস্মিক হামলা চালায়। পরে হামলাকারীদের বিচার ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করি। সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন দোষীদের বিচারের ব্যবস্থা করাসহ নির্বাচনে প্রত্যেকের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দিলে বিকেল ৪টায় কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, তিনি বিএনপি প্রার্থীর অভিযোগ শুনেছেন। বিষয়টি তদন্ত করে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।
কামাল হোসাইন/আরএআর/জেআইএম