কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতা আটক
প্রতিকী ছবি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নাশকতার অভিযোগে জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন হামিদি, তিলাই ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী, সেক্রেটারি রমজান আলী ও জয়মনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে তারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দিয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ ক্যাম্পাসে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ