ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে জামায়াতের ৪ নেতা আটক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নাশকতার অভিযোগে জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন হামিদি, তিলাই ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী, সেক্রেটারি রমজান আলী ও জয়মনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে তারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দিয়াডাঙ্গা টেকনিক্যাল কলেজ ক্যাম্পাসে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন