টাঙ্গাইলে নির্বাচনী অফিস ভাঙচুর অগ্নিসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বিভিন্ন আসনে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। ইতোমধ্যে টাঙ্গাইলের বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের পাইকমুড়িল ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বেহুলা-লখিন্দর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের গোরিলাবাড়িতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে চালানো হয়েছে ভাঙচুর।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সায়েদুর রহমান জানান, এ ঘটনায় কাউকে শনাক্ত করতে না পারায় কেউ গ্রেফতার হয়নি।

তবে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দাল মান্নান ও কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুল হক ভাঙচুরের বিষয়গুলো নিশ্চিত করে জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে টাঙ্গাইল-২ আসনের (ভুঞাপুর) বিরামদী এলাকায় বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিম্মি। এ ছাড়া শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ আসনে সিপিবির একটি অফিসে আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ভুঞাপুর থানার ওসি ভাঙচুরের কোনো অভিযোগ পাননি বলে জানান।
আরিফ উর রহমান টগর/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার