ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিকল্পধারার প্রার্থীর হাতে নৌকা তুলে দিলেন পলক

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

নাটোর-৩ (সিংড়া) আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মঞ্জুরুল আলম হাসু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সমর্থন দিয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে প্রতিমন্ত্রী পলকের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পলককে সমর্থন দেয়ার ঘাষণা করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী পলক বিকল্পধারার প্রার্থী মঞ্জুরুল আলম হাসুর হাতে নৌকা তুলে দেন।

স্থানীয় সূত্র জানায়, নাটোর-৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য গণমাধ্যম কর্মীদের ডাকেন প্রতিমন্ত্রী পলক। অনুষ্ঠানে বিকল্পধারার প্রার্থী মঞ্জুরুল আলম হাসু আওয়ামী লীগ প্রার্থী পলককে সমর্থন দেন।

মঞ্জুরুল আলম হাসু বলেন, স্বাধীনতার মূল্যবোধ এবং সমাজের সবক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমি পলককে সমর্থন জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই। কিন্তু আমি আমার সমস্ত সমর্থকদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানাই। আমি নিজেও পলকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় থাকব।

পলকের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকায় সমর্থন দেয়ায় মঞ্জুরুল আলম হাসুকে সাধুবাদ জানান দলীয় নেতাকর্মীরা।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

আরও পড়ুন