ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘সেনাবাহিনী নামলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে’

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নগর কমিটির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, পোস্টার লাগানো ও দলীয় প্রচারে অংশ নেয়া নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। গত কয়েক দিনে নগরী থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। গণতন্ত্র এখন অবরুদ্ধ। এরপরও নির্বাচনে অংশ নেয়ার লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি। সেনাবাহিনী মোতায়েন হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছি।

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোড এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, পুলিশের গণগ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি সিইসিও মিথ্যা কথা বলছেন। তারা পক্ষপাতদুষ্ট।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যত বাধাই আসুক না কেন ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যান এবং ধানের শীষে ভোট দিন।

এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

সাইফ আমীন/আরএআর/আরআইপি

আরও পড়ুন