ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বরিশালকে মিনি সিঙ্গাপুরে পরিণত করবো’

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশালের মানুষ মজিবর রহমান সরোয়ারকে চার বার এমপি বানিয়েছে। কিন্তু তিনি বরিশালের কোনো উন্নয়ন করতে পারেননি। আমাকে জনগণ একবার সুযোগ দিলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশালকে মিনি সিঙ্গাপুরে পরিণত করবো।

শনিবার সকালে বরিশাল নগরীর সিটি হকার্স মার্কেট ও লঞ্চঘাট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান জাহিদ ফারুক শামীম।

বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এটা পুলিশের রুটিন কাজ। এখানে আওয়ামী লীগের কী করার আছে?

এ সময় জাহিদ ফারুক শামীমের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

সাইফ আমীন/আরএআর/আরআইপি

আরও পড়ুন