ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায় : আ স ম রব

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী আ স ম আবদুর রব বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় যেতে চায়। তিনি যদি জোর করে নির্বাচনে জিতে তাহলে সবচেয়ে ক্ষতি হবে। উনি যদি হেরে যান সম্মানের সহিত থাকবেন। কারণ জোর করে জেতার চেয়ে হেরে যাওয়া তার জন্য সম্মানের।

রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পতাকা গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Lakshmipur-Rob

রব বলেন, ভোটে নিশ্চিত পরাজয় যেনে এখন আমার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী প্রচারে বাধা, অফিস ভাঙচুর ও মিথ্যায় মামলায় জড়িয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

জীবনে হুমকি নিয়ে ভোট করছি উল্লেখ করে আ স ম রব আরও বলেন, আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ও গায়ে পড়ে উসকানি দিয়ে হামলা করছে আওয়ামী লীগ। নিশ্চিত পরাজয় জেনে এখন তারা কেন্দ্র দখল, মহিলাদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রের সামনে ভোটারদের পথরুদ্ধ, কেন্দ্র দখল করে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে বাক্স বদল ও ফলাফল বদলেরও পরিকল্পনা করছে তারা।

Lakshmipur-Rob

এ সময় উপস্থিত ছিলেন- জেএসডি সহ-সভাপতি তানিয়া বর, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব প্রমুখ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

কাজল কায়েস/এএম/জেআইএম

আরও পড়ুন