নওগাঁয় বাস উল্টে যাত্রী নিহত, আহত ৮
নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে আজাদুল ইসলাম (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুসুম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদুল ইসলাম উপজেলার কালিকাপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা এলাকায় রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে পড়ে যায়। এতে আজাদুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/বিএ