ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৭২

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

বগুড়ায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ১২টি থানার মধ্যে ১১ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তাদের বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে বলে দাবি পুলিশের।

তবে ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা বলেছেন, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে গণগ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে শাজাহানপুর থানা ছাড়া অন্য ১১টি থানায় মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সর্বাধিক গ্রেফতার করা হয়েছে শিবগঞ্জ থানা এলাকা থেকে। সেখানে বিভিন্ন অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই রয়েছে সদর থানা পুলিশের গ্রেফতারের সংখ্যা। রাতের অভিযানে ২০ জনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া গাবতলীতে চারজন, সারিয়াকান্দিতে পাঁচজন, সোনাতলায় দুইজন, আদমদীঘিতে একজন, দুপচাঁচিয়ায় একজন, কাহালুতে দুইজন, শেরপুরে ছয়জন, নন্দীগ্রামে দুইজন ও ধুনটে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি মিজানুর রহমান ও বগুড়া সদর থানা পুলিশের ওসি বদিউজ্জামান বলেন, তাদের প্রত্যেককে মামলা ও অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জে হাজতে পাঠানো হয়েছে।

তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই এ অভিযান চালু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বগুড়া সদর ও শিবগঞ্জ থানা এলাকায় এতটাই উগ্র আচরণ করেছে পুলিশ, যা কল্পনাতীত। বুধবার বিকেলে বিএনপি মহাসচিব ও আমার নির্বাচনী জনসভাকে পণ্ড করতেই এ অভিযান চালানো হয়।

লিমন বাসার/এএম/পিআর

আরও পড়ুন