টাঙ্গাইলে জাপা প্রার্থীর গাড়িবহরে হামলা
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সফিউল্লাহ আল মুনির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে শহরের মসজিদ রোডে জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহর পৌঁছালে এ হামলার শিকার হয়। হামলায় প্রার্থীর বহনকৃত দুটি গাড়ি ভাঙচুরসহ অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার ঘটনায় জাপা নেতাকর্মীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সফিউল্লাহ আল মুনির বলেন, কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের হুমকি ও মারধর করে আসছে। এরই ধারাবাহিকতায় আজও আমার কর্মীদেরকে মারধর, দুটি গাড়ি ভাঙচুর ও ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রশাসনের প্রতি আমার আস্তা আছে। এ ঘটনার সঠিক বিচার পাব।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান বলেন, জাতীয় পার্টির দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় একজন আটক করা হয়েছে। তবে হামলায় ছিনিয়ে নেয়া টাকাগুলো পুলিশি হেফাজতে রয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতিশীল হচ্ছে: রিজভী
- ২ হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- ৩ বাংলাদেশি এনআইডি বানানো সেই ভারতীয় নাগরিকের আইডি বাতিলের সুপারিশ
- ৪ সরকারি কর্মকর্তারা দল-প্রার্থীর প্রচারণা করলে ইসিতে অভিযোগ করুন
- ৫ আন্দোলনে নরসিংদীর জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা