ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেই শুধু ছায়েদুল হক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১১:১৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটিতে একক আধিপত্য ছিল প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঘনিষ্ঠ সহচর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে জয়ের জন্য কোনোবারই খুব একটা বেগ পেতে হয়নি তাকে। এর কারণ হিসেবে তার সততাকেই মনে করেন নাসিরনগরের মানুষ।

হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে জড়িয়ে আছে ছায়েদুল হকের নাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সঙ্গে নাসিরনগর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ছিল তার উন্নয়ন কর্মকাণ্ডের এক মাইলফলক। সাদামাটা জীবনযাপন করা ছায়েদুল হক মনপ্রাণ উজাড় করে ভালোবাসতেন তার হাওরবাসীকে। অর্থ-প্রাচুর্যতা কখনোই মন ভোলায়নি তার। সারাক্ষণ হাওরবাসীর উন্নয়নই ছিল তার ভাবনায়।

নাসিরনগরে ছায়েদুল হক ছাড়া নির্বাচন যেন কল্পনাই করা যায় না। তবে এবার নির্বাচনী মাঠে নেই ছায়েদুল হক। তার অনুপস্থিতি নির্বাচনী আমেজও কমিয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর মৃত্যুকে আলিঙ্গন করে হাওয়বাসীর ‘প্রিয় ছায়েদ ভাই’ পাড়ি জমান না ফেরার দেশে। তার মৃত্যুতে কেঁদে ওঠে পুরো নাসিরনগর।

ছায়েদুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন ছাবেক ছাত্রলীগ নেতা বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম। এবারও তাকেই দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

Sayedul-Hoque

এ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ এ.কে একরামুজ্জান। ছায়েদুল হক না থাকায় ভোটের হিসাবও পাল্টে গেছে। তাই এ আসনে জয় পেতে মরিয়া বিএনপি।

এরইমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটের আনুষ্ঠানিকতার আর মাত্র দুইদিন বাকি। ছায়েদুল হকের জন্য নির্বাচনে জয় পাওয়া যতটা সহজ ছিল সংগ্রামের জন্য একরামুজ্জামানের মতো শক্ত প্রার্থীর বিপরীতে জয় পাওয়া ততটাই কঠিন বলে মনে করেন স্থানীয়রা।

২০০১ সালে চট্টগ্রাম বিভাগে আওয়ামী লীগের ফল বিপর্যয়ের মধ্যেও বিজয়ী হয়ে চমক দেখিয়েছিলেন ছায়েদুল হক। যদিও আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি বিপুল ভোটে জয়ী হবেন সংগ্রাম। নৌকার গণজোয়ার আর গতকাল (২৭ ডিসেম্বর) লোকে লোকারণ্য হওয়া উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভা সেটিই প্রমাণ করে বলেও দাবি তাদের।

এ ব্যাপারে জানতে চাইলে ছায়েদুল হকের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফাউদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, অনেক কষ্ট করে নাসিরনগরে ছায়েদুল হক আর আমি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছি। ছায়েদুল না থাকলেও তার ছায়া আমাদের পাশে আছে। সবার দোয়া-ভালোবাসা নিয়ে আমরা নির্বাচনে জয়ী হবো।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

আরও পড়ুন