ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটারশূন্য লক্ষ্মীপুরের অধিকাংশ কেন্দ্র

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১২:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। তবে ওই কেন্দ্র ছাড়া এ আসনের অন্য কোনো কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

এদিকে সকাল ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ অধিকাংশ কেন্দ্রই ভোটারশূন্য দেখা গেছে। এছাড়া ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো এজেন্ট দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। অধিকাংশ ভোটকেন্দ্রই রয়েছে ভোটারশূন্য। তবে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের কয়েকটি কেন্দ্রে ৫০ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল।

Lakshmipur-Vote

এদিকে ভোট দিতে এসে বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী একটি সংগঠন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৪টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৪৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল দেখা গেছে।

কাজল কায়েস/এফএ/এমএস

আরও পড়ুন