বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ মুক্তাদিরের
ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেয়ার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার সকাল ৯টার দিকে সিলেট নগরের সারদা স্মৃতি হল কেন্দ্রে স্ত্রীকে নিয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।
মুক্তাদির বলেন, জনমনে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীরা ভীতি সৃষ্টি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। কাউকেই ঘর থেকে বের হতে দিচ্ছে না। গতকাল রাতেও আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়িয়েছে।
মুক্তাদির বলেন, আমাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হচ্ছে। খাদিমপাড়া কৃষ্ণনগর সেন্টার থেকে আমাদের দলের নেতা সাবেক মেম্বার পাখি মিয়াসহ দুজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।
ছামির মাহমুদ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল