বরিশাল-৪ : খেলাফত আন্দোলন প্রার্থীর নির্বাচন বর্জন
পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাহবুবুল আলম নির্বাচন বর্জন করেছেন। রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি ভোট বর্জনের ঘোষনা দেন তিনি।
মাহবুবুল আলম বটগাছ প্রতীকে লড়ছিলেন।
মাহবুবুল আলম জাগো নিউজকে জানান, ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মারধর করে আমার পোলিং এজেন্টদের বের দেয়। এরপর থেকে পোলিং এজেন্টদের আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
তিনি বলেন, তারা আমার পোলিং এজেন্টদের বের দিয়ে নৌকায় সিল মারছিল। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই প্রহসনমূলক অবৈধ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন বৈধ করতে আমি রাজি নই। এসব কারণে আমাকে ভোট বর্জনের সিদ্ধান্ত নিতে হয়েছে।
ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমপি পংকজ নাথ।
সাইফ আমীন/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের