সাতক্ষীরায় জামানত হারালেন ১৭ প্রার্থী
সাতক্ষীরার চারটি আসনে ২১ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৭ প্রার্থী। ভোটযুদ্ধে অংশগ্রহণকৃত আসনের মোট ভোটের ৮ ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় এসব প্রার্থী জামানত হারান।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর বলেন, প্রত্যেক আসনে প্রদত্ত ভোটের আট ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাতিল হয়ে যায়। সে হিসাবে সাতক্ষীরার চারটি আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৭ জন প্রার্থী জামানত হারালেন।
সাতক্ষীরা-১ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এফএম আসাদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব।
সাতক্ষীরা-২ আসনে জামানত হারিয়েছেন- জাতীয় পার্টির শেখ মতলুব হোসেন লিয়ন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি রবিউল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নিত্যানন্দ সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. জুলফিকার রহমান।
সাতক্ষীরা-৩ আসনে জামানত হারিয়েছেন- বিএনপির ডা. শহীদুল আলম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইসহাক আলী সরদার।
সাতক্ষীরা-৪ আসনে জামানত হারিয়েছেন- বিএনপির গাজী নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. আব্দুস সাত্তার মোড়ল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল করিম, বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. রবিউল ইসলাম জোয়াদ্দার।
প্রসঙ্গত, সাতক্ষীরা-১ আসনে মুস্তফালুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-৩ আসনে ডা. আফম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনে এসএম জগলুল হায়দার এমপি নির্বাচিত হয়েছেন।
আকরামুল ইসলাম/এএম/এমএস