মহাজোট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনে ৪৭ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৩৪ জন প্রার্থী। জামানত হারানোর তালিকায় মহাজোটের প্রার্থী মুহম্মদ আলতাফ আলী, ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী রফিকুল ইসলাম এবং বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রয়েছেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রদত্ত ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৩৪ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৪৭ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৩৪ জন।
বগুড়া-১ আসনে থেকে জামানত হারিয়েছেন ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল ও স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান।
একইভাবে বগুড়া-২ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জামাল উদ্দিন ও মুসলিম লীগের শফিকুল ইসলাম।
বগুড়া-৩ আসনে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, বিএনএফের আব্দুল কাদের জিলানী, স্বতন্ত্র আব্দুল মজিদ, নজরুল ইসলাম, লিয়াকত আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাজাহান আলী।
বগুড়া-৪ আসনে জামানত বাতিলের তালিকায় রয়েছেন- ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী, তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম, হিরো আলম ওরফে আশরাফুল আলম, আয়ূব আলী ও জীবন রহমান।
বগুড়ার-৫ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী তাজ মোহাম্মদ সেখ (লাঙল), ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুন নূর, ইসলামী ঐক্যজোটের মাওলানা নজরুল ইসলাম (মিনার), স্বতন্ত্র আব্দুর রউফ জোন, তাহমিনা জামান হিমিকা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রঞ্জন কুমার দে ও কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পাল (কাস্তে)।
বগুড়ার-৬ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশীদ, জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক, ন্যাপের আমিনুর রহমান টিপু, কমিউনিস্ট পার্টির আমিনুল ফরিদ ও বিএনএফের জীবন রহমান।
বগুড়ার-৭ আসনে জামানত হারিয়েছেন মহাজোটের প্রার্থী মুহম্মদ আলতাফ আলী, এনপিপির ফজলুল হক, ন্যাপের মন্তেজার রহমান, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ও বাসদের শহিদুল ইসলাম।
লিমন বাসার/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই