ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় মিঠু সরকার (৪৫) নামে এক রাজমিস্ত্রি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি অটোরিকশা হতে নামার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক ও আরও দুই যাত্রী।
মঙ্গলবার (১ জানুয়ারি) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারের সামনে আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু সরকার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের আজিজল সরকারের ছেলে। তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত মিঠুর পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে সন্ধায় হস্তান্তর করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/বিএ