ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি শম্ভুকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার দাবি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৩ জানুয়ারি ২০১৯

বরগুনা-১ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে জেলার সকল পেশাজীবী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার ৪৭ বছরেও মন্ত্রিপরিষদে এখন পর্যন্ত বরগুনা থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এবারের মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে বরগুনা-১ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভৌগলিক কারণেই পিছিয়ে উপকূলীয় জেলা বরগুনা। অনগ্রসর এই জেলার যতটুকু উন্নয়ন হয়েছে তা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাতধরেই হয়েছে। তিনি যখন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই সময়ে বরগুনায় ব্যাপক উন্নয়ন করেছেন। এছাড়াও পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলাজুড়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে এই উন্নয়ন উপকূলীয় এই জনপদের জন্য যথেষ্ট নয়।

তাই দুর্যোগপ্রবণ অনগ্রসর বরগুনাকে এগিয়ে নিতে এবং এই জনপদের মানুয়ের প্রত্যাশা পূরণে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান নান্টু, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোতালেব, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মতিউর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সহ-সভাপতি সামসুদ্দিন সানু, বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর প্রমুখ।

সাইফুল ইসলাম মিরাজ/বিএ

আরও পড়ুন