ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় ৫ মণ গাঁজাসহ আটক ৪

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাঁচ মণ গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার টি.আলী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩২), একই এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আবতাফ উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টি.আলী মোড় এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১ বস্তায় ভরা ২শ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই চারজনকেও আটকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

আরও পড়ুন