ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০১৯

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ নেতা মো. আলী মিয়া (৩৬) মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী সহিংসতায় নিহত যুবলীগ নেতা মো. আলী মিয়া নিউ অযোধ্যার মৃত সাহেব আলীর ছেলে ও বেলছড়ির ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর রোববার সকাল ৭টার দিকে ভোট কেন্দ্রে আসার পথে বিএনপি নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাৎর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে তারা। তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় সেদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। এ ঘটনায় ওইদিনই মাটিরাঙ্গা থানায় অভিযোগ করা হয়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন