সোনারগাঁয়ে ট্রাকচাপায় নারী নিহত
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জ শহর থেকে হেঁটে সোনারগাঁ উপজেলায় অবস্থিত হিন্দুধর্মালম্বী বারদী আশ্রমে যাওয়ার পথে ট্রাকচাপায় মিনারা রাণী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা রাণী দাস ফতুল্লার হরিহরপাড়ার শীষমহল এলাকার নরেশ চন্দ্র দাসের স্ত্রী। তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মেয়ে পদ্মা রাণী দাস জানান, তার মা মিনারা রাণী দাস শুক্রবার ভোরে প্রতি বছরের ন্যায় শহরের দেওভোগ আখড়া হতে অন্যান্য নারীদের সঙ্গে হেঁটে সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে যাত্রা করেন। সোনারগাঁ মোগড়াপাড়া রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওবার ব্রিজ থাকা সত্বেও মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পাড় হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মিনারা রাণী দাস রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হয়েছেন।
শাহাদাত/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান