ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনের সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় খনির ভূ-গর্ভে এই দুর্ঘটনা ঘটে। তবে খনির সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নিহত শ্রমিক মোস্তাফিজার রহমান (২৯) পার্বতীপুর উপজেলার ১০ হরিরামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে। তিনি খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সহকারী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মধ্যপাড়া পাথর খনি সূত্রে জানা যায়, পাথর উত্তোলনের সময় খনির ভূ-গর্ভে তার উপরে পাথর ভেঙে পড়ে অথবা তিনি উপর থেকে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজার রহমানকে মৃত ঘোষণা করেন।

মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরী জানান, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনি বলা যাবে না। আমরা তদন্ত টিম গঠন করছি। রিপোর্ট পেলে দুর্ঘটনার কারণ জানা যাবে। তবে খনির সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

আরও পড়ুন