ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবারও তিনিই

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

বছর পাঁচেক আগেও পুরোদস্তুর আইনজীবী ছিলেন আনিসুল হক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী তিনি। এছাড়াও বিডিআর বিদ্রোহ ও দুদকের মামলাসহ রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন আনিসুল হক। তার বাবা প্রয়াত সিরাজুল ইসলামও ছিলেন দেশ বরেণ্য রাজনীতিক ও আইনজীবী। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নে গঠন করা ৩৪ সদস্যের কমিটির একজন ছিলেন সিরাজুল হক।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে। তার বাবা সিরাজুল ইসলাম ও মা জাহানারা হক দুইজনই মুক্তিযোদ্ধা। আনিসুল হকের বিয়ের কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী নূর আমাতুল্লাহ্ রিনা হক মারা যান। এরপর আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।

তার বাবা সিরাজুল ইসলাম ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। বাবা সিরাজুল হকের মৃত্যুর পর আইন পেশা আর মা জাহানারা হককে নিয়েই সময় কাটে তার।

রাজনীতিতে সক্রিয় না থাকলেও এলাকায় প্রায়ই এসে নানা অনুষ্ঠানে অংশ নিতেন আনিসুল হক। বাবার মৃত্যুর ১২ বছর পর হুট করে ২০১৪ সালে রাজনীতির মাঠে আগমন ঘটে আনিসুল হকের। বাবার আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে আনিসুল হকের পাওয়া মনোনয়ন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কসবা-আখাউড়া উপজেলাবাসীকেও চমকে দেয়। অবশ্য সেই নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এরপর তাকে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। বর্তমানে তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক দায়িত্ব পালন করছেন।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আনিসুল হক। ‘নৌকা’ প্রতীক নিয়ে তিনি পান দুই লাখ ৮২ হাজার ৬২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম ‘হাতপাখা’ প্রতীকে লড়ে পান দুই হাজার ৯৪৯ ভোট। এবারও তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। রোববার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি।

টানা দ্বিতীয়বারের মতো আনিসুল হকের মন্ত্রীত্ব পাওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আনন্দের বন্যা বইছে কসবা-আখাউড়াবাসীর মনে। ইতোমধ্যে কসবা উপজেলা সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, বিগত পাঁচ বছর ওনি (আনিসুল হক) যেভাবে কাজ করেছেন।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম

আরও পড়ুন