থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে থেমে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মাহেন্দ্র সরকার (৪৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈরের কাঠালতলী এলাকার মৃত পরিমল সরকারের ছেলে। এই দুর্ঘটনার পর ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে উপজেলার সরাতৈল এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক থেমে ছিল। পেছন থেকে এসে আরেকটি ধাক্কা সেটিকে দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের চালক মাহেন্দ্র সরকারের মৃত্যু হয়। পরে থেমে থাকা ট্রাকটি চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের