খাগড়াছড়িতে যুবলীগ নেতাকে গুলি
খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও পানছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পানছড়ি উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে অন্যদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান।
এদিকে এ ঘটনার পরপরই বিক্ষুদ্ধ লোকজন পানছড়ি সদরের বেশ কয়েকটি পাহাড়ি পরিবারের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
আহত যুবলীগ নেতা মো. নাজির হোসেনের বড় ভাই ও পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া এ ঘটনার জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে বলেন, তাদের সঙ্গে বেশ কয়েকজন বাঙালিও জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে আমাদের হামলার হুমকি দিয়ে আসছে।
তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটে থাকতে পারে।
পানছড়ি থানা পুলিশের ওসি মো. নুরুল আলম জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমকেএইচ