ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবারের নির্বাচন সংঘাত ছাড়াই সম্পন্ন হয়েছে : মেজর জেনারেল মতিউর

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

পাহাড়ে সেনাবাহিনীর কর্মতৎপরতার কথা উল্লেখ করে ২৪-পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে পাহাড়ে প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে আমরা দিন দিন উন্নয়নের মাত্রায় পৌঁছে দিয়েছি, আগামীতে আরও উন্নয়ন হবে।

পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও উন্নয়নের পরও পাহাড়কে নিয়ে ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মেজর মতিউর রহমান বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। কিন্তু সবুজ পাহাড়কে অশান্ত করার সুযোগ দেয়া হবে না। পাহাড়ে শান্তি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্তদের রুখতে হবে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়, কম্বল বিতরণ, শিক্ষাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর মতিউর রহমান।

তিনি বলেন, সবার প্রচেষ্টায় সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংঘাত ছাড়াই সম্পন্ন হয়েছে। আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Khagrachari

পার্বত্য শান্তিচুক্তির ধারামতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করছে জানিয়ে মেজর মতিউর রহমান বলেন, যেখানে ঠিকাদার যেতে পারেনি, সেখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেছে। সেনাবাহিনী যেকোনো প্রয়োজনে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজান, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারমান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং জোন কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লটকন গাছের চারা রোপণ মেজর জেনারেল মতিউর রহমান।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম

আরও পড়ুন