ফেনীতে বিপুল পরিমাণ ইয়বাসহ আটক ৪
প্রতীকী ছবি
ফেনীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৭ হাজার ১৫০ পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দুটি স্থান থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে মহাসড়কের ফেনী অতিক্রম করছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় ফেনী পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্থানে একটি পিকআপ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. রায়হান উদ্দিন (২২), মো. রুবেল হোসেন (১৯) নামে দুই জনকে আটক করা হয়।
একই দিন রাতে মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশন এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আরও ৮ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করে র্যাব। এ সময় মো. হাসান (২৬) ও মো. রাসেলকে (২২) আটক করা হয়।
ফেনীর র্যাব-৭ এর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ী, ইয়াবা ও যানবাহন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
রাশেদুল হাসান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান