পটুয়াখালীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের শিকদার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নুর ইসলাম (৩০), বিল্পব বাড়ই (৩০) ও বারেক শিকদার (২৮)। এদের মধ্যে বিল্পব বাড়ই আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর রাতে কলাতলা বাজারে ডাকাতি করতে আসে ডাকাতরা। নৈশপ্রহরী আব্দুল কাদের শিকদার (৬০) ডাকাতদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় আব্দুল কাদেরের ছেলে মো. জহিরুল ইসলাম বাদী হয়ে নুর ইসলাম, বিল্পব বাড়ই ও বারেক শিকদারকে আসামি করে সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তাদের তিনজনকে কারাদণ্ড দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আরিফুল হক টিটু ও আসামি পক্ষের কৌঁসুলি ছিলেন মো. মাহবুবুর রহমান শামিম।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন