ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন ও রঙিন বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

pran-rfl

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রাণ-আরএফএল গ্রুপের মহাব্যবস্থাপক কমান্ডার (অব.) এম শামসুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আরএন পল, স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল, অধ্যক্ষ শাহ মো. জুয়েল রেজা, পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। স্কুলের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

pran-rfl

অনুষ্ঠানে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে অতিথিবৃন্দ গত বছরে স্কুলের সেরা প্লে থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মেডেল পরিয়ে দেন। এছাড়াও সদ্য প্রকাশিত পিএসসি এবং জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে ঢাকা থেকে আগত সংগীত শিল্পীসহ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয়, আবৃত্তিসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

pran-rfl

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২০১৪ সালের ১১ জানুয়ারি মাত্র ৫৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল। ২০১৯ সালের সেই স্কুলের শিক্ষার্থী এখন প্রায় সাড়ে ৮শ জন। বর্তমানে নরসিংদী জেলার পলাশ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম

আরও পড়ুন