ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে জামিন পেলেন যুবলীগ নেতা নোমান

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে পুলিশের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনছুর আহমদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আদালতের সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২ জানুয়ারি সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান ফজলুর সঙ্গে স্থানীয় দেলোয়ার হোসেনের মারামারি হয়। পরে তারা সদর হাসপাতালে ভর্তি হয়। দলীয় কিছু নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে ওই হাসপাতালে দেখতে যান জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু। একপর্যায়ে পুুলিশের সঙ্গে যুবলীগের নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক রূপম হাওলাদারসহ ১০ নেতাকে গ্রেফতার করে। পরে পুলিশ বাদী হয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নোমানসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। অবশেষে নোমানকে জামিন দেন আদালত।

কাজল কায়েস/এএম/এমকেএইচ

আরও পড়ুন