আবারও গোবিন্দগঞ্জ আখ খামারে আগুন, কারণ বললেন আটক ফরিদুল
রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। এবার দিয়ে এই ইক্ষু খামারে ৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িতে সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ ।
চিনিকল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার আবারও খামারে অগ্নিকাণ্ডে প্রায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। ২০১৮-২০১৯ মৌসুমে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে এটি ছিল পঞ্চম দফা অগ্নিকাণ্ডের ঘটনা। ৫ বারের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪শ বিঘা জমির আখ পুড়ে গেছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ জানান, একটি মহল চিনিকলকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বার বার এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, দুপুরে আখের জমিতে আগুন লাগার খবরে সাহেবগঞ্জ ইক্ষু খামারে পৌঁছলে ফরিদুল ইসলাম (৩২) নামের এক শ্রমিক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে ফরিদুল স্বীকার করে মিলে তাড়াতাড়ি আখ সরবরাহের সুবিধার্থে আখ ক্ষেতে আগুন দেয়া হয়েছে।
ওই শ্রমিক আরও জানায়, আখের জমিতে পাতা ছড়িয়ে এমনভাবে ঘিরে রয়েছে যেখানে ক্ষেতে ঢোকাই কঠিন। তাই বাগানে ঢোকার সুবিধার্থে আখের পাতায় আগুন লাগিয়ে রাস্তা পরিষ্কার করা হয়।
আটক ফরিদুল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক হিসেবে আখ কাটার কাজে নিয়োজিত ছিলেন ফরিদুল ইসলাম ।
জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম