ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে বনে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার পর উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের ছাইরাখালী এলাকার বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন সকালে তিনি বনে গিয়ে কোনো এক সময় হাতির আক্রমণের শিকার হন।

নিহত আবদুল খালেক (৭০) ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মৃত মুন্সী মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বন বিভাগের হেডম্যান কামাল উদ্দিন বলেন, বৃদ্ধ আবদুল খালেক সোমবার সকাল ৮টার দিকে পাশের বনে লাকড়ি সংগ্রহ করতে যান। দিন শেষে বিকেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের মাঝে উৎকণ্ঠা বেড়ে যায়। এক পর্যায়ে পরিবার সদস্যরা আরও কয়েকজন প্রতিবেশীকে নিয়ে তাকে খুঁজতে সন্ধ্যার আগে বনের ভেতরে যান।

অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু দূরে গিয়ে দেখা যায়, একটি বন্যহাতি আবদুল খালেকের নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে। এরপর লোকজন আগুন জ্বালিয়ে ঘটনাস্থল থেকে হাতিটি তাড়ান। কিন্তু ততক্ষণে বৃদ্ধ আবদুল খালেক মারা গেছেন। সন্ধ্যার পর তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

আরও পড়ুন