ফেনীতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ফেনীতে দুই মাদক ব্যবসায়ীর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের জেল রোড এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি (সদর) মো. নুরুজ্জামান চৌধুরীর আদালতে নেয়া হলে তিনি তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের রুক্কু মিয়ার ছেলে মামুন মিয়া (২৪) ও শহরের মাস্টার পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. ইয়াসিন (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, গোপন সংবাদের ভিতিত্তে শহরের জেল রোড এলাকায় অভিযান চালায় অধিদফতরের এক দল সদস্য। এ সময় ৪০০ গ্রাম গাঁজাসহ মামুন মিয়া ও ইয়াসিনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান